পাড়া: পাড়া ব্লক অফিসে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন উপস্থিত বিডিও
Para, Purulia | Nov 12, 2025 বুধবার দুপুর বারোটা নাগাদ পাড়া ব্লক অফিসে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই আলোচনা সভার মূল বিষয় ছিল এস আই আর সংক্রান্ত তথ্য আপলোড এর বিষয়ে। সভায় উপস্থিত ছিলেন পাড়া ব্লকের বিডিও শ্রী নিলাঞ্জন সিনহা সহ অন্যান্য আধিকারিকরা ও বি এল ও রা এবং বি এস কে ও ভি আর পি রা।