৩ বছরের ছোট্ট শিশুকে যৌনহেনস্থার অভিযোগের ঘটনা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা এলাকার। গ্রেপ্তার ব্যক্তি কে পকসো আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুরে মেমারি থানা থেকে বর্ধমান আদালতে পাঠানো হলো। পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে ৩ বছরের শিশুকে চল্লিশোর্দ্ধ এক ব্যক্তি মোবাইল দেখানোর প্রলোভন দিয়ে ঘরে নিয়ে গিয়ে যৌনহেনস্থা করে।