মেদিনীপুর: ভোটার তালিকা ত্রুটি মুক্ত করতে এস আই আর এর দাবি ফের মেদিনীপুরে বিজেপির
ভোটার তালিকা সংশোধনের কাজে থাকা বিএলওদের মধ্যে অনেকেই নাকি তৃণমূলের নেতা রয়েছেন! তাই সেই তালিকা সংশোধনে থাকা বি এল ও-দের সরিয়ে ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে SIR এর দাবী করলেন বিজেপির জেলা সহ-সভাপতি ডঃ শঙ্কর গুছাইত মেদিনীপুরে। এর আগেও একইভাবে এই দাবি করেছিলেন তাঁরা।