কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর ঘট বিসর্জনকে কেন্দ্র করে এক পুলিশ অফিসারকে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিও
কৃষ্ণনগর শহরে ঘট বিসর্জনকে কেন্দ্র করে পুলিশকে মারধরের অভিযোগ ভাইরাল ভিডিও । স্থানীয় সূত্রে জানা যায় ঘট বিসর্জন নিয়ন্ত্রণ করার সময় একটি বারওয়ারির ঘট নিয়ে দার করানোর সময় পুলিশের সাথে বারোয়ারির কথা কাটাকাটি হতেই আচমকায় পুলিশ অফিসারের উপর হামলা চালায় বলে অভিযোগ।একটি ভিডিও ভাইরাল দেখা যায়না কোতোয়ালি থানার এক অফিসারকে মারধোর করতে।