মানবাজার ২: মানবাজার দু'নম্বর ব্লক এলাকার ৩৫ জনকে শুকর ছানা দেওয়া হল, উপস্থিত ADA
এলাকার সাধারন মানুষদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের।সোমাবার বিকেল ৩ টা নাগাদ মানবাজার-২ নং ব্লক এলাকার ৩৫ জন পুরুষ এবং মহিলার হাতে শুকর ছানা তুলে দেওয়া হল বিএলডিও অফিসের সামনে।আতমা প্রকল্পের থেকে এই শুকর ছানা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মানবাজার-২ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা সৌমেন চক্রবর্তী।