কেতুগ্রাম ১: মৃত্যুর পর নয়, জীবন থাকতেই সাড়ে তিন লাখ টাকা খরচ করে মহাভোজের আয়োজন! কেতুগ্রামে প্রাক্তন সেনার ব্যতিক্রমী উদ্যোগ
মানুষের শখের দাম যে সত্যিই লাখ টাকা ছুঁতে পারে, তার জীবন্ত উদাহরণ কেতুগ্রামের কোমরপুর গ্রামের বাসিন্দা ৭০-উর্ধ্ব বৃদ্ধ শান্তিকুমার দাস। ১৯৭১ সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৯৮৮ সালে অবসর নেন তিনি। স্ত্রী মারা যাওয়ার পর আলাদা থাকেন। তিনি শক্তপোক্ত ও স্বনির্ভর জীবনযাপন করেন। মৃত্যুর পর পরিবারের সদস্যরা গ্রামবাসীদের ভোজ খাওয়াবেন কি না—এই অনিশ্চয়তা থেকেই শখ পূরণে নিজেই আয়োজন করলেন দুই দিনের মহাভোজ।