খোয়াই: রীতিনীতি মেনে খোয়াই ভারত কল্যাণ সংঘে নবমীর পুজো আয়োজিত
Khowai, Khowai | Oct 1, 2025 রীতিনীতি মেনে খোয়াই ভারত কল্যাণ সংঘে নবমীর পুজো আয়োজিত এদিন দুপুর একটা নাগাদ দেখা যায় ভালো সংখ্যায় দর্শনার্থীরা উপস্থিত হয়েছেন ভারত কল্যাণ সংঘে। এক এক করে পুজোর পর অঞ্জলি আয়োজিত হয়। পরবর্তীতে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ থাকে প্রতি বছরই এবছর তাঁর অন্যথা হলো না। ভালো সংখ্যায় ভক্তবৃন্দদের উপস্থিতি লক্ষ্য করা যায়।