কেশপুর: সারা রাজ্যের পাশাপাশি জেলার কেশপুরে শুরু হয়েছে SIR,সাধারণ মানুষের সহযোগিতা পেয়ে খুশি BLO
সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক জুড়ে শুরু হয়েছে SIR, ইতিমধ্যেই প্রথম পর্যায়ের ফ্রম বিলির কাজ চলছে দ্রুতগতিতে,কেশপুর ব্লকের অন্তর্গত ধনডাঙ্গরা গ্রামের ১৭৮ নম্বর বুথের বিএলও মমতা খাতুন জানালেন মাঠপর্যায়ের অভিজ্ঞতার কথা“এখানকার মানুষজন অনেক সহযোগিতা করছেন। বাড়ি বাড়ি যাচ্ছি, সবাই খুব ভালো ব্যবহার করছেন। কেউ সমস্যা তৈরি করছে না, বরং আগ্রহ দেখাচ্ছে।