ভাতারের মুরাতিপুর গ্রামের এক দারিদ্র্য ভাগ চাষির পালুইয়ে আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। দমকল বিভাগের কর্মীরা দ্রুত আসায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার তিনটে কুড়ি মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলল ফায়ার ব্রিগেড। ভাতারের মুরাতিপুর গ্রামের এক ভাগ চাষী নাম মমতাজ বিবি হঠাৎ করে তার পালুয়ে আগুন লেগে যায়।