ভাতারের প্রাক্তন বিধায়ক ভোলানাথ সেনের উদ্যোগে তৈরি হয়েছিল ভাতার বাজারে হাউজিং। সেই হাউজিং এর গেট ভেঙ্গে গিয়েছিল, দীর্ঘদিনের দাবি মত সোমবার শুরু হলো সেই কাজ প্রথম দিনের কাজ শেষ হলো পাঁচটার সময়। দীর্ঘ ৩০ বছরের দাবি ভাতার বাজারের হাউজিং গেট নতুনভাবে নির্মাণ করার। সাধারণ মানুষের কথা মেনে সেই গেট নির্মাণের কাজ শুরু হলো আজ অর্থাৎ সোমবার। প্রথম দিনের কাজ শুরু হতেই খুশি এলাকার মানুষ।