কোচবিহার জেলার ৫০টি জায়গায় হেয়ারিং হবে,জানালেন ভারতের নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজার্ভার পঙ্কজ যাদব।SIRএর পর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা।এই খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার নির্বাচন কমিশন তৎপর হেয়ারিং নোটিশ পাঠানো নিয়ে। এই হেয়ারিং নোটিশ পাঠানো এবং পরবর্তীতে হেয়ারিং কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এব্যাপারেই কোচবিহার জেলায় সর্বদলীয় বৈঠকে মূলত আলোচনা হয়েছে। বৃহস্পতিবার এই বৈঠকের পর একথা জানালেন পঙ্কজ যাদব।