শান্তিপুর: শান্তিপুর থানার চাঁদরা গ্রামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে,তদন্তে শান্তিপুর পুলিশ
Santipur, Nadia | Sep 28, 2025 আবারও খুন শান্তিপুরে। এবার শান্তিপুর থানার চাঁদরা গ্রামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, চাঁদরা গ্রামের বাসিন্দা খোকন দেবনাথ নামের এক ব্যক্তি শনিবার রাতে খাওয়া শেষে বাড়ির নোংরা আবর্জনা বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায় ফেলতে যায়। অভিযোগ দীর্ঘসময় বাড়ী না ফেরায় ওই ব্যক্তির স্ত্রী টর্চ নিয়ে খুঁজতে বেরিয়ে দেখে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই ব্যক্তি।