মানবাজার ১: জিতুজুড়ী অঞ্চলের পাথরকাটা সংসদের মাধবপুর গ্রামে SIR সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো
এসআইআর নিয়ে বৈঠকে মন্ত্রী।জিতুজুড়ী অঞ্চলের পাথরকাটা সংসদের মাধবপুর গ্রামে SIR সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। রবিবার বিকেল পাঁচটা নাগাদ এই বৈঠক শুরু হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু,প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু সহ দলীয় কর্মীরা।