বিশালগড়: ভোট চোর,গদ্দি ছোডো কংগ্রেসের এই স্লোগানে মধুপুর বাজারে মিছিল ও পথসভা
ভোট চোর..গদ্দি ছোড়ু কংগ্রেস নেতার রাহুল গান্ধীর এই মূল মন্ত্রকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে জাতীয় কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রচার করে চলেছেন। তারই অঙ্গ হিসেবে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে এক মিছিল ও পথসভা করা হয় মঙ্গলবার বিকেলে। পথসভায় সভাপতিত্ব করেন কমলাসাগর ব্লক যুব কংগ্রেস সভাপতি নান্টু সরকার সহ অন্যান্যরা।