বালুরঘাট: নাগরাকাটায় আহত বিজেপির সাংসদ ও বিধায়কের খোঁজখবর নিলেন সুকান্ত মজুমদার, বুধবার ঘটনাস্থলে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী
বন্যা বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শন করতে গিয়ে হামলার শিকার হয় মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। হামলায় রক্তাক্ত হন খগেন মুর্মু। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। গুরুতর আহত হয়েছেন বিধায়ক শংকর ঘোষও। এদিকে দলীয় বিধায়ক ও সাংসদ কেমন রয়েছে তা জানতে সোমবার রাতে শংকর ঘোষকে ফোন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারা কেমন রয়েছেন তা খোঁজ নেন। বুধবার ওই এলাকায় যাবেন সুকান্ত মজুমদার।