পুরুলিয়া ২: প্রশাসনিক বাধাকে তোয়াক্কা না করে রেল টেকা ও ডহর ছেঁকা আন্দোলনে নামতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ আগামী ২০ তারিখ
প্রশাসনিক বাধাকে তোয়াক্কা না করে রেল টেকা ও ডহর ছেঁকা আন্দোলনে নামতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ। সাংবাদিক সম্মেলন করে কি বললেন আদিবাসী কুড়মি সমাজের মুল মানতা অজিত প্রসাদ মাহাতো পুরুলিয়া শহরে আজকের এই সাংবাদিক সম্মেলন করে কি বললেন একবার শুনে নেওয়া যাক।।