আলিপুরদুয়ার ১: ধর্ষণের অভিযোগে কুমারগ্রাম থেকে গ্রেফতার ২, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। সোমবার অভিযুক্ত দুজনকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এমনটাই জানা গেছে আদালত সূত্রে সোমবার বিকেল পাঁচটা নাগাদ। কুমারগ্রাম থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তান্ত্রিক সহ দুজনের বিরুদ্ধে। গত রবিবার অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।