কাঁথি ৩: আন্তর্জাতিক শিশু কন্যা দিবস উপলক্ষে আজ কাঁথি-৩ব্লকে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতা শিবির
পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি ৩ ব্লকে আজ আন্তর্জাতিক শিশু কন্যা দিবস উপলক্ষে নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিদের এক বিশেষ সচেতনতা মূলক সভা। এই সভায় উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি -3 পঃসঃ, জয়েন্ট বিডিও - প্রসেনজিৎ নন্দী, W. D. O বনানি রায় মান্না এছাড়া অন্যান্য সদস্যারা