গলসির কৃষ্ণরামপুর মা মাটি মানুষ ক্লাবের উদ্যোগে এমপি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর আনুষ্ঠানিক সূচনা হলো রবিবার বিকেল চারটেয়। প্রতি বছরের মতো এবছরও ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তবে দুর্গাপূজোর কারণে সেদিন খেলার উদ্বোধন করা সম্ভব না হওয়ায় আজ মাঠে গড়াল ফুটবল। ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন জানান, মোট আটটি দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।