শীতলকুচি: ফক্করের হাট সার্বজনীন শ্যামাপূজা উপলক্ষে ছয় দিনের মেলার শুভ উদ্বোধনে প্রাক্তন বিধায়ক
মঙ্গলবার ফক্করের হাট বাজারে শ্যামা পূজা উপলক্ষে ছয় দিনের মেলার শুভ উদ্বোধন করেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ কল্পনা দাস গুহ। এদিন ফিতা কাটা এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এই মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন শীতলকুচির প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন ,শীতলকুচি পঞ্চায়েত সমিতির পুত্র কর্মাধ্যক্ষ কল্পনা দাস গুহ, বন ও ভুমি কর্মাধ্যক্ষ দীপক রায় প্রামানিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।