হলদিবাড়ি: দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে বাইকের ডিক্কি ভেঙ্গে ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিলো ছিনতাইকারী চাঞ্চল্য হলদিবাড়িতে
দিনে দুপুরে বাইকের ডিক্কি ভেঙ্গে চম্পট দিলো ছিনতাইকারী। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি শহরের রেলগেট সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, রহিকুল ইসলাম নামের এক ব্যক্তি ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকা তুলে বাইকের ডিক্কির মধ্যে তালা মেরে রাখে। রেলগেট সংলগ্ন একটি বইখাতার দোকানের সামনে বাইকটিকে দার করিয়ে রেখে কলম কিনতে যায়৷ মুহুর্তের মধ্যেই লোকজনের সামনে বাইকের ডিক্কি ভেঙ্গে টাকা নিয়ে চম্পট দেয় ওই ছিনতাইকারী।