কৃষ্ণনগর ১: ঝিটকিপোতা রেলগেটে এলাকায় বাইক ও টোটোর সংঘর্ষে আহত বাইক চালক
পথ দুর্ঘটনায় আহত এক যুবক।বুধবার ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার অন্তর্গত ঝিটকীপোতা রেলগেট এলাকায়। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায় আহত যুবকের নাম বিশ্বজিৎ হালদার বাড়ি কোতোয়ালি থানার অন্তর্গত কালিরহাট এলাকায়।