কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর শাখার কার্যালয়ে কৃষ্ণনগর রেলওয়ে হকার্স ইউনিয়নের সদস্যদের নিয়ে এক বিশেষ বৈঠক করলেন INTTUC শহর সভাপতি
রবিবার অল বেঙ্গল তৃণমূল হকার্স ইউনিয়নের কৃষ্ণনগর শাখার কার্যালয়ে কৃষ্ণনগর রেলওয়ে হকার্স ইউনিয়নের সদস্যদের নিয়ে এক বিশেষ বৈঠক করলেন নবনিযুক্ত INTTUC সহ-সভাপতি দীপঙ্কর ঘোষ পাশাপাশি ইউনিয়নের সদস্যদের পক্ষ থেকে নব নিযুক্ত INTTUC শহর সভাপতি কে সম্বর্ধনা জানালেন ।