জলপাইগুড়ি: জলপাইগুড়িতে এক অনন্য দৃশ্য, পথ দুর্ঘটনায় মৃত বন্ধুর পাশে সর্বদা পাহাড়ায় দুই বন্ধু কুকুর
হাড় হিম করা এক দৃশ্যের সাক্ষী থাকল জলপাইগুড়ি। সোমবার রাতে বালাপাড়া মোড়ের কাছে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় প্রাণ হারায় এক কুকুর। তবে মৃত্যুর পরও তাকে একা ছেড়ে দেয়নি তার সঙ্গীরা। মৃত দেহটিকে ঘিরে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে আরও দু’টি কুকুর। অন্ধকার রাতের নিস্তব্ধতার মাঝে এমন এক দৃশ্য দেখে থমকে যায় পথচলতি মানুষ। মানুষের ভিড়ে, শব্দে, যান্ত্রিকতার ভিড়ে প্রাণীরাও যে অটুট বন্ধুত্ব আর ভালোবাসার নিদর্শন রাখতে জানে, তারই এক নিদারুণ দৃষ্টান্ত যেন এ দৃশ্য।