তুফানগঞ্জ ১: কামাতফুলবাড়ী বাঁধের পাড় এলাকায় নদীতে পড়লো টোটো,অল্পের জন্য প্রাণে বাঁচলো দু মাসের শিশু পুত্রসহ তিন জন
ঘটনাটি বুধবার তুফানগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কামাত ফুলবাড়ী বাঁধের পাড় এলাকার ঘটনা। ঘটনায় টোটো তে থাকা তিনজন যাত্রী হলেন সরস্বতী বর্মন, মিনতি বর্মন এবং দু মাসের শিশু পুত্র সুরজিৎ বর্মন। টোটো চালকের তেমন কিছু হয়নি বলেও জানা যায়।। জানা গেছে কাশিয়া বাড়ি এলাকা থেকে টোটো টি তুফানগঞ্জের দিকে আসতে ছিলেন। ছোট শিশুটিকে ডাক্তার দেখাবেন বলে আসতেছিলেন তারা। বিপরীত প্রান্ত থেকে আসা একটি স্কুটি টোটো টি সামনে ধাক্কা মারে। এতেই দুর্ঘটনাটি ঘটেছিল বলে জানা যায়।