বিনপুর ২: SFI- র শিলদা চন্দ শেখর কলেজ ইউনিটের চতুর্থ সম্মেলন হল শিলদাতে
সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের শিলদা চন্দ শেখর কলেজ ইউনিটের চতুর্থ সম্মেলন হল শিলদাতে। শুক্রবার বিকেল নাগাদ বিনপুর 2 ব্লকের শিলদাতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে এস এফ আই শিলদা চন্দ্রশেখর কলেজ ইউনিটের সম্পাদক পদে নির্বাচিত হন জগদীশ দেশোয়ালি, সভাপতি রাহুল ফৌজদার। উপস্থিত ছিলেন এস এফ আই এর ঝাড়গ্রাম জেলা সম্পাদক মধুশ্রী মজুমদার, জেলা সভাপতি রজত ঘোষ, শিলদা লোকাল কমিটির সম্পাদক যতীন দেশোয়ালি সহ অন্যান্যরা