ধূপগুড়ি: মহকুমা হাসপাতালের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অনুষ্ঠান করল জনপ্রতিনিধিরা,উপস্থিত বিধায়ক ডা: নির্মল চন্দ্র রায়
ধূপগুড়ি মহকুমা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য নতুন ভবনের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান করল জনপ্রতিনিধিরা। রবিবার বিকেল তিনটা নাগাদ ধূপগুড়ি মহকুমা হাসপাতাল চত্বরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে অনুষ্ঠানের আয়োজন করে জনপ্রতিনিধিরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের অধ্যক্ষ দীনেশ মজুমদার, জেলা পরিষদ সদস্য মমতা বৈদ্য সরকার, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা