রাজারহাট: শহরে মেট্রো বিভ্রাট অব্যাহত, চরম দুর্ভোগে যাত্রীরা, সাময়িকভাবে চলছে না দমদম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো
ফের ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। দমদম থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা। সাময়িক ভাবে চলছে না দমদম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো। জানা গিয়েছে, এ দিন দুপুর ১'টা নাগাদ মেট্রোতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। মহাত্মা গান্ধী রোড স্টেশনের আপ লাইনে দেখা দেয় কিছু সমস্যা। এরপরেই ডাউন এবং আপলাইনের সব মেট্রো সাময়িক বন্ধ করে দেওয়া হয়।