তুফানগঞ্জ ১: কচু শাক তোলা নিয়ে বিবাদ, প্রথম খন্ড বাঁশ রাজা এলাকায় প্রতিবেশীর মারে আহত হয়ে এক ব্যক্তি ভর্তি তুফানগঞ্জ হাসপাতালে
ঘটনাটি বৃহস্পতিবার প্রথম খন্ড বাঁশ বাজা এলাকার ঘটনা। ঘটনায় প্রতিবেশীর হাতে আক্রান্ত ব্যক্তির নাম খগেন দাস। খগেন বাবু জানান প্রতিবেশী পরিবারটি তাদের বাড়িতে আসেন না ,তাদের সাথে কথাও বলেন না। অথচ তাদের জমির কচু শাক তুলছেন। এই কথা বলতে গিয়েই প্রতিবেশী পরিবারটির হাতে আক্রান্ত হন তিনি বলে অভিযোগ করেন।