ডেবরা: বালিচক এ শেষ দপ্তরের নির্দেশে ক্যামেরার ওপর তৈরি হওয়া শোরুম খুলে নিলো শোরুম কর্তৃপক্ষ
গত কয়েক মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের বালিচকে শেষ দপ্তরের নাকের ডগায় শেষ দপ্তরের ক্যানেলের উপর অবৈধভাবে শোরুম তৈরি করে ব্যবসা চালাচ্ছিল এক ব্যক্তি। অবশেষে শেষ দপ্তরের হস্তক্ষেপে সোমবার সেই শোরুম তুলে নিল মালিক কর্তৃপক্ষ। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর প্রকাশ হওয়ার পরেই নড়ে চড়ে বসে শেষ দপ্তর। ওই ব্যক্তিকে নোটিশ করে জানিয়ে দেয়া হয় শেষ দপ্তরের জায়গা থেকে সরে যেতে হবে। সেই মতো সোমবার বিকেলে জিনিসপত্র তুলে নিল শোরুম কর্তৃপক্ষ।