নানুর: কীর্ণাহারেও বিজেপির পক্ষ থেকে হয়ে গেল নমো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
Nanoor, Birbhum | Sep 22, 2025 সমগ্ৰ রাজ্যের পাশাপাশি বীরভূমের নানুর বিধানসভার কীর্ণাহারেও বিজেপির তরফে সোমবার বিকেলে আলিগ্ৰাম ব্যাঙ্ক মোড় থেকে কীর্ণাহারের মরশুমি ক্লাব পর্যন্ত আয়োজিত হলো নমো ম্যারাথন দৌড়।জানা গেছে, বিজেপির এই কর্মসূচি কে কেন্দ্র করে ছিল অসংখ্য খেলোয়াড় রা তারাই ওই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণ কারি প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারি দের বিশেষ পুরস্কার দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন- বিজেপির নানুর ১নং মণ্ডল সভাপতি তাপস দাস বৈরাগ্য, জেলা।