কান্দি: কান্দিতে দুর্গাপুজো উপলক্ষ্য সমন্বয় সভার আয়োজন! পুজোতে নিষিদ্ধ ডিজে বক্স
কান্দি থানার উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষ্য সমন্বয় সভার আয়োজন! পুজোতে নিষিদ্ধ ডিজে বক্স আর কয়েক দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মেতে উঠবেন সকলেই।মুর্শিদাবাদ জেলার কান্দি থানা এলাকার সমস্ত পুজো কমিটি গুলো নিয়ে একটি সমন্বয় মিটিং করা হল শুক্রবার বিকেলে কান্দি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাসরেক আম্বেরদর, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, কান্দি পঞ্চায়েত স