ধর্মনগর: মহা নবমীর পূণ্য তিথিতে তিলথৈ ,চামটিল্লা নবরূপ ক্লাব সহ একাধিক পুজো প্যান্ডেল পরিদর্শন করেন বিজেপির জেলা সভাপতি
মহা নবমীর পূণ্য তিথিতে তিলথৈ ,চামটিল্লা নবরূপ ক্লাব,সোনারের বাসা মহাদেব বাড়ি সহ একাধিক পুজো প্যান্ডেল পরিক্রমা করেন বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস। যেখানে উনার সাথে উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি জয়জিৎ শর্মা,উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ সহ অন্যান্যরা।