রেজিনগর থানার অন্তর্গত ছেতিয়ানি এলাকায় বাবরি মসজিদের জমিতে স্কেচ ও পরিমাপের কাজ করতে দেখা গেল বাঙ্গালোর থেকে আসা একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি ওই জমিতে ইঞ্জিনিয়ারদের উপস্থিতি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী উদ্দেশ্যে এই স্কেচ করা হচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে নজরদারি চলছে বলে জানা গেছে।