নিজের বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর ভাবে জখম হলো দুই ব্যক্তি বরাবাজার বলরামপুর রাস্তার উপর রানসি মোড়ের নিকট, বুধবার আনুমানিক দুপুর বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষ জন তাদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠাই চিকিৎসার জন্য বলে জানা যায়, যখন দুই ব্যক্তির নাম বনমালী সিং সরদার বাড়ি বরাবাজার থানার কাঁদয়া গ্রামে এবং অপর ব্যক্তির নাম রনজিত চিত্রকার বাড়ি ওই থানারই তেঁতলো গ্রামে।