কৃষ্ণগঞ্জ: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের মাজদিয়া ডাকাতে কালী ১০০ বছরেরও বেশী সময় ধরে পূজিত হয়ে আসছেন
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের মাজদিয়া ডাকাতে কালী ১০০ বছরেরও বেশী সময় ধরে পূজিত হয়ে আসছেন, এই পুজো নিয়ে রয়েছে ইতিহাস সেই সময় ব্রিটিশ শাসনকালে এই এলাকার বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছিলেন সেই সময় এলাকার কিছু যুবক ব্রিটিশ সরকারের মালগাড়ী যা খাবার নিয়ে যাচ্ছিল সেটি ডাকাতি করে এবং মা কালীকে মানত করে, তাঁরা সফল হওয়ায় শুরু করে কালীপুজো সেই থেকেই আজও এই কালী ডাকাতে কালী নামেই পূজিত হয়, কালীপুজোর একদিন আগেই প্রতিমা তৈরী করে চক্ষুদান করে শুরু হয