ওন্দা: চিঙ্গানী অঞ্চলে গনেশ মল্ল শাসক যোগদান করায নিজের ভুল স্বীকার করে ওন্দা বিধায়কের উপস্থিতি গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইলেন
Onda, Bankura | Sep 15, 2025 চিঙ্গানী অঞ্চলের কামারকাটা বুথের ভারতীয় জনতা পার্টির সদস্য গনেশ মল্লকে তৃনমূল ভয় দেখিয়ে তৃনমূলে যোগদান করায়, পরবর্তী ক্ষেত্রে নিজের ভুল বুঝতে পেরে বিজেপি তে ফিরে আসে।আজ গ্রামবাসীদের সামনে নিজের ভুল স্বীকার করে আগামীদিনে এই ভুল দ্বিতীয়বার করবে না বলে বলে সে জানায় । উপস্থিত ছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা সহ বিজেপির একাধিক দলীয় কর্মী সহ ওই অঞ্চলের গ্রামবাসীরা।