তিন সন্তানের বাবা এনুমারেশন ফর্ম বাড়ি আসলে যানতে পারেন আরও দুই সন্তানের বাবা রবীন্দ্রনাথ, ভুতুড়ে দুই সন্তানের নাম কাটতে বিডিও এর কাছে অভিযোগ দায়ের উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষন বিধানসভার ১৯১ নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস। তার তিন সন্তান। সব মিলিয়ে ৫ জনের পরিবার। এনুমারেশন ফর্ম আসার কথা ছিল পাঁচ জনের। কিন্তু বিএলও সাত জনের ফর্ম নিয়ে তার বাড়তে যায়। ফর্ম দেখে রবীন্দ্রনাথ জানতে পারেন তার পাঁচ সন্তান। বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটা বিডিও ৷