ভারতীয় সেনার অগ্নিবীর প্রকল্পে কর্মরত ২০ বছরের যুবক সুব্রত গুইনের মৃত্যুতে শোকাহত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ধাধিকার বাসিন্দারা। বুধবার কর্মস্থল ছিল লাদাখে,গত ২রা নভেম্বর মৃত্যুর সংবাদ আসে পরিবারে, তবে কিভাবে মৃত্যু হল তার সেই খবর বলতে চাইছেন না বাবা বিজয় গুইন,এইদিন সকালে ভারতীয় সেনার তরফে সুব্রতর মৃতদেহ ধাদিকার বাড়িতে পাঠানো হয়,সঙ্গে ছিলেন কয়েকজন অফিসার,তার শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা হাতে বহু মানুষ জড়ো হয়।