রাজ্যে চলছে এসআইআর কার্যক্রম। তৃণমূলের তরফে বাংলার ভোটাধিকার রক্ষার্থে তালডাংরা বিধানসভার বিধায়কের তরফে সিমলাপালে করা হয়েছে ওয়ার রুম। ওই ওয়ার রুম থেকে SIR কার্যক্রমের জন্য দলের তরফে নিযুক্ত BLA 2 কর্মীদের কাজের হিসেব রাখা হচ্ছে। পাশাপাশি SIR কার্যক্রমের কাজ ঠিকমতো চলছে কিনা সেসব বিষয়েও ওয়ার রুম থেকে নজর রাখছেন দলীয় কর্মীরা। আজ আনুমানিক বিকেল তিনটে নাগাদ তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু নিজে ওয়ার রুমে বসে দলের BLA 2 কর্মীদের ফোন করে কা