নানুর: ১৭ তম সারা ভারত কৃষক সভার ব্লক সম্মেলন নানুরে
Nanoor, Birbhum | Sep 15, 2025 বামফ্রন্টের সারা ভারত কৃষক সভার নানুর ব্লক কমিটির ১৭ তম ব্লক সম্মেলন হয়ে গেল নানুরের সাকুরিপুরে। সোমবার সারাদিন ব্যাপি নানুরের সাকুলিপুরে দলীয় কর্মসূচির পাশাপাশি একটি পদযাত্রাও করা হয়।উপস্থিত ছিলেন- জেলা কমিটির সদস্য ও এরিয়া কমিটির সম্পাদক আসগর আলি, রাজ্য কমিটির সদস্য মনতোষ মজুমদার সহ অন্যান্যরা।এরিয়া কমিটির সম্পাদক আসগর আলি জানান, ওই সম্মেলনে সকলের সম্মতি ক্রমে দলীয় বৈঠক শেষে শুরু করে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি ওই সম্মেলন থেকে নব নির্বাচিত