বলরামপুর: নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে বলরামপুরে অঙ্গনওয়াড়ি কর্মীদের মিছিল,উপস্থিত বিডিও,সিডিপিও, সমিতির সভাপতি
জন সাধারণ নয় এবার "নেশা নয়,জীবন বেছে নাও"এই বার্তা দিয়ে নেশা মুক্ত ভারত গড়তে পথে নামলেন বলরামপুর ব্লকের প্রশাসনিক কর্তা ব্যাক্তি,জন প্রতিনিধি এবং বলরামপুর সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মীরা।বুধবার শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী বলরামপুর ব্লক কার্যালয় থেকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মিছিলে শামিল হয়।মিছিল থেকে মদ্যপান,খৈনী,বিড়ি,গুটকা সহ সমস্ত রকমের নেশা বর্জনের জন্য জন সমাজকে সচেতনতার বার্তা দেওয়া হয়।