নারায়ণগড়: বেলদার মহাশ্মশানে পুজিত কালী প্রতিমার বিসর্জনকে ঘিরে ব্যাপক ভিড় মানুষের
পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লকের বেলদার মহাশ্মশানে বড় আকারের কালী প্রতিমা বানিয়ে পূজা করা হয়। যাকে বেলদার বড়মা বলা হয়ে থাকে। প্রায় 24 ফুট উচ্চতা এই কালী প্রতিমা। পুজো শেষ হতে শুক্রবার প্রতিমা বিসর্জন দেওয়ার সময় ব্যাপক ভিড় ছিল মানুষের। এই কালীপুজোকে ঘিরে ব্যাপক উন্মাদনা থাকে মানুষের মধ্যে।