নানুর: ধুমধামের সাথে আলিগ্ৰামের ২১হাতের বাগেরশ্বী কালি প্রতিমা নিরঞ্জন
Nanoor, Birbhum | Oct 27, 2025 গত সোমবার ছিল কালীপুজো আর সেদিনই বিভিন্ন স্থানে কালি পুজোর পাশাপাশি কীর্ণাহারের আলিগ্ৰামেও ২১হাতের বাগেরশ্বী কালি প্রতিমার ও বিশেষ পুজোর আয়োজন করা হয়।কালী পূজার দিন বিশেষ পূজার্চনার পরদিন থেকে রবিবার পর্যন্ত একাধিক সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান ও যাত্রাপালার আয়োজন করা হয়।সপ্তাহব্যাপী ধরে সেই সমস্ত অনুষ্ঠানগুলি গতকাল শেষ করে আজ অর্থাৎ সোমবার বিকেলে ঢাক ঢোল বাজিয়ে ও গ্রামবাসীদের উলুধ্বনিতে মা কে মুখরিত করার পর কালি প্রতিমা কে গ্ৰামের পুকুরেই নিরঞ্জন করা হয়।