খাতড়া: খাতড়ায় নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক মহকুমা সম্মেলন সম্পন্ন হল
Khatra, Bankura | Nov 16, 2025 রবিবার খাতড়ার ‘আচার্য ভবন’-এ অনুষ্ঠিত হল নিখিল বঙ্গ শিক্ষক সমিতির খাতড়া মহকুমা শাখার ত্রিবার্ষিক সম্মেলন। উদ্বোধন করেন জেলা সম্পাদক অস্মিতা দাস গুপ্ত। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন উত্তম কুমার খাঁ। আটটি জোন মিলিয়ে ১১৮ জন শিক্ষক-শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন। ১২ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। এদিনই গঠিত হয় ৩৫ সদস্যের নতুন কমিটি। শিক্ষক নিয়োগ, বকেয়া ডিএ, মিড-ডে-মিল বরাদ্দ-সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।