ক্যানিং ১: ক্যানিং এর মণ্ডপে মণ্ডপে অষ্টমী পুজোর পুষ্পাঞ্জলি দিতে মানুষের ঢল
অষ্টমীর দিন মা দুর্গার কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। এবারও সেই রীতি মেনেই ক্যানিং এর বিভিন্ন প্রান্তের মানুষজন অষ্টমী পুজোর অঞ্জলী দিলেন মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই পুষ্পাঞ্জলি।