বারাসাত ১: বারাসাতে ন-পাড়া চক বরবড়িয়ায় ব্ল্যাক টপ রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ
বারাসাত মসজিদ বাড়ি রোড চকবরবড়িয়া নপাড়া ব্ল্যাক টপ রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা হলো শুক্রবার বিকেলে, ঘটনার সূত্রে জানা যায় বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত চকবেরিয়া মৌজার দেবদাস সরকারের বাড়ি থেকে ইউকো ব্যাংক পর্যন্ত ব্ল্যাক টপ রাস্তার নির্মাণের কাজ এর শুভ সূচনা হয় এই দিনেই শুভক্ষণে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ বারাসাত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ