ঝাড়গ্রাম: নাগাল্যান্ডের নামে ‘জাল’ লটারির সাম্রাজ্য! চিঁচিড়ার ছাপাখানায় হানা—গ্রেফতার ১,উদ্ধার লক্ষাধিক টাকার জিনিসপত্র
নাগাল্যান্ডের ‘ডিয়ার গঙ্গা’ লটারির নাম ভাঁড়িয়ে ঝাড়খণ্ড–বিহার–বঙ্গ জুড়ে চলত লক্ষ লক্ষ টাকার জাল লটারি র্যাকেট। সেই জালিয়াতির মূল শিকড় মিলল ঝাড়গ্রামের চিঁচিড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে জামবনি থানার আই.সি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে পুলিশ চিঁচিড়া বাজারে টানা অভিযানে ধরে ফেলে অভিযুক্ত শেখ সাদেকুল হোক আনসারিকে।অভিযুক্তের বাড়ি থেকেই উদ্ধার হয়—লক্ষাধিক টাকার জাল লটারি টিকিট,আধুনিক লটারি ছাপার মেশিন,কাটিং মেশিন,একাধিক কম্পিউটার ও নগদ অর্থ।