মগরাহাট ২: পল্লী উন্নয়ন সমিতির শ্যামা কালীপুজোর এ বছরের ভাবনা রক্ত চোখের মহল পূজা মণ্ডপ দেখার জন্য এলাকাবাসীদের ভিড় উপছে পড়েছে
শ্যামা কালী পুজো উপলক্ষে মগরাহাট থানার অন্তর্গত পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে শ্যামা কালী পূজার আয়োজন করা হয়েছে এ বছরে তাদের ভাবনা রক্ত চোখের মহল গা ছমছমে পরিস্থিতি এবং হানা বাড়ির আদলে পূজা মন্ডপ তৈরি করা হয়েছে উক্ত এই পূজা মন্ডপ দেখার জন্য ভিড় জমিয়েছে এলাকাবাসীরা।