মাথাভাঙা ২: পুটিমারি সংলগ্ন এলাকা থেকে গন্ডার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পুটিমারি সংলগ্ন এলাকা থেকে গন্ডার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন এলাকায় গন্ডার দেখতে পান বাসিন্দারা। পরে ঘটনার খবর দেওয়া হয় বন দপ্তরে ও ঘোকসাডাঙ্গা থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ও বন দপ্তরের কর্তারা। কোচবিহারের এডিএফও বিজন কুমার নাথ জানান এদিন দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর গন্ডাাটিকে উদ্ধার করে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়ার উদ্